মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeসারাবাংলাবাঁশ-কাঠ দিয়ে জোড়াতালি দেয়া সেতু দিয়ে চলছে ট্রেন

বাঁশ-কাঠ দিয়ে জোড়াতালি দেয়া সেতু দিয়ে চলছে ট্রেন

বাংলাদেশ প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশন সংলগ্ন কুতুবেরচক এলাকার জিয়াখাল রেলসেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় বাঁশ ও কাঠের ফালি জোড়াতালি দিয়ে আটকে রাখা হয়েছে। যেকোন সময় সেতুটিতে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের অদূরে আধা কিলোমিটার পশ্চিমে কুতুবেরচক এলাকায় এই সেতুটির অবস্থান। সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী ট্রেনগুলো প্রতিদিন এ রেলপথেই চলাচল করে।

স্থানীয়রা জানান, ট্রেনগুলো ওই সেতুটি অতিক্রম করার সময় ঝাঁকুনির কারণে সেতুটি কাঁপতে থাকে। এতে সেতুটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়। স্টেশন সংলগ্ন সেতুটির এ বেহালদশা এখনো কর্তৃপক্ষের নজরে আসেনি।

সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটির নাট বল্টুগুলো নড়বড়ে অবস্থায় আছে।
যা বাঁশ ও কাঠের ফালির জোড়াতালি দিয়ে আটকে রাখা হয়েছে। যেকোন সময় ব্রীজটিতে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ রকম অবস্থা হয়ে থাকে তা হলে সংস্কারের ব্যবস্থা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments