শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় দূর্ভোগের ৬০ মিটার সড়ক, অথচ ১০ কিলোমিটারে ব্যয় ৫ কোটি

উল্লাপাড়ায় দূর্ভোগের ৬০ মিটার সড়ক, অথচ ১০ কিলোমিটারে ব্যয় ৫ কোটি

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডি’র প্রায় ৬০ মিটার সড়ক পথ দূর্ভোগের হয়ে আছে। সড়কের ক্ষতিগ্রস্থ এ অংশে যে কোন বাহন নিয়ে কষ্ট করেই চলাচল করতে হয়। বড়হর খেয়াঘাট এলাকায় নদী পাড়ে সড়কের এ অংশটুকু সংস্কার কাজ বাদ রাখা হয়েছে। এর পিছনে একাধিক কারণ জানা যায়, এর একটি হলো-নতুন করে জায়গা মেলাতে না পারা। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে, বড়হর ইউপি অফিস থেকে পাচিলা হাট ১০ কিলোমিটার ৪শ মিটার পাকা সড়ক সংস্কারে প্রকল্প করা হয়। বন্যা পূর্নবাসন প্রকল্পে মেসার্স মীম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ সংস্কার কাজ শুরু করা হয়। বিগত ২০১৮ সালের ২০ অক্টোবর কার্যাদেশ দেয়া হয়। জানা যায়, ৪ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৮শ ৬৭ টাকার চুক্তিমুল্যে সড়কটির সংস্কার কাজ করা হয়। গত মাস তিনেক আগে প্রায় ৬০ মিটার বাদ রেখেই সড়কটির সংস্কার কাজ শেষ করা হয়েছে। বড়হর বাজারের উত্ত্ধসঢ়;র পাশে খেয়াঘাট এলাকায় এ ৬০ মিটার অংশ ফুলজোড় নদী পাড় হয়ে বয়ে গেছে। সরেজিমনে দেখা গেছে, পাকা সড়কটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়কের ঢালু অংশ নদীতে পড়েছে। সংস্কার বাদ রাখা এ অংশে বড় ধরনের একাধিক গর্ত আছে। উঠে গেছে কার্পেটিং। এবড়ো-থেবড়ো অবস্থা এ সড়ক হয়ে যানবাহন নিয়ে চলাচলে বেশ কষ্ট করতে হয়। এ পথে বিভিন্ন পন্যবাহী ট্রাক, সিএনজি, অটোরিক্সা ছাড়াও অন্যান্য হালকা বাহন চলাচল করে। উপজেলা প্রকৌশলী মো. নাঈম উদ্দিন জানান, সড়কের এ অংশটুকু সংস্কার কাজ একাধিক কারণে বাদ রাখা হয়েছে। একেবারে নদী পাড় হয়ে বয়ে যাওয়ায় সড়কটির ক্ষতির সম্ভবনা রয়েছে। এভাবে সংস্কার করলে তা টিকবে না। এরই মধ্যে সড়কের ঢালু অংশ নদীতে চলে গেছে। তার বিভাগের পরিকল্পনা ও চিন্তা ভাবনা ছিল ক্ষতিগ্রস্থ অংশটুকু বাদ রেখে পাশের নতুন জায়গা দিয়ে সড়ক নির্মান। সেখানে জমি দিতে কেউ রাজি হয়নি। এখন অপেক্ষায় রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নদী পাড় বেধে দেয়া সহ নদী তীর সংরক্ষণ করা হলে তখন সড়কটি সংস্কার করা হবে এবং তা টিকবে। তিনি আরো জানান, এ অংশটুকুর টাকা বাদ রেখেই ঠিকাদারকে বিল দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পাউবো’র একটি সূত্রে, বড়হরের এলাকা দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদীর তীর সংরক্ষন ও পুনঃখননে ইতিমধ্যেই দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments