মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারাঙ্গামাটিতে দুগ্রুপের গোলাগুলি, ইউপিডিএফকর্মী নিহত

রাঙ্গামাটিতে দুগ্রুপের গোলাগুলি, ইউপিডিএফকর্মী নিহত

বাংলাদেশ প্রতিবেদক: রাঙ্গামাটির বন্দুকভাঙা ইউনিয়নের মহিষভাঙা এলাকায় বুধবার ভোরে দুগ্রুপের গোলাগুলিতে এক ইউপিডিএফকর্মী (২৫) নিহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ওই ইউপিডিএফকর্মীর নাম জানা যায়নি।
তবে ওই যুবক নানিয়ারচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার সন্দেহভাজন আসামি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবীর গণমাধ্যমকে জানান, বুধবার ভোরে বন্দুকভাঙা ইউনিয়নের দুর্ঘাইয়া গ্রামের মহিষভাঙা এলাকায় পাহাড়ি দুটি সংগঠনের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বিবদমান দুগ্রুপের সদস্যরাই গা ঢাকা দেয়। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা এক যুবকের লাশ পুলিশ থানায় নিয়ে আসে। নিহত যুবক ইউপিডিএফকর্মী বলে জানা গেলেও তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments