বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপড়ালেখায় ভালো ফলাফল ধরে রাখা মেয়েরাই সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: মেয়র মোস্তফা

পড়ালেখায় ভালো ফলাফল ধরে রাখা মেয়েরাই সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: মেয়র মোস্তফা

জয়নাল আবেদীন: পড়ালেখায় ভালো ফলাফল ধরে রাখা মেয়েরাই এখন সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, ছেলেদের তুলনায় পড়ালেখায় মেয়েরা পরীক্ষায় ফলাফল ভালো করছে। মেয়েরা পড়াশুনা, খেলাধুলা, সংস্কৃতি, রাজনীতি সবকিছুতেই আছে। এখন যারা ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখবে তারাই সবক্ষেত্রে এগিয়ে যাবে। যারা ভালো তাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করে। রংপুর নগরীর লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুপুরে সিটি মেয়র একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ভালো করে পড়ালেখা করতে হবে। দেশ যত মেধাবী শিক্ষার্থীতে সমৃদ্ধ হবে, ততোই দেশ এগিয়ে যাবে। সারাবিশ্বে এখন এগিয়ে যাবার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় মেয়েদের সাফল্য ঈর্শ্বনীয়। এসময় দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী ও জয়িতাদের দেখে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ হতে আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় ২৮টি ইভেন্টে ৩শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে । আলোচনা অনুষ্ঠানে শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য, অভিভাবকবৃন্দ,গণমাধ্যমকর্মি, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। ##২৭-০২-২০২০ জয়নাল আবেদীন রংপুর মোবাইল ০১৭১২১৯৯৫১৭

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments