শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাস্বৈরচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ সেলিমের মৃত্যু বার্ষিকী পালিত

স্বৈরচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ সেলিমের মৃত্যু বার্ষিকী পালিত

অতুল পাল: স্বৈরচার বিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ সেলিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাউফলে তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির নেতৃত্বে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের উপজেলা প্রশাসন শহীদ সেলিমের নাজিরপুরস্থ পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদ সেলিমের সহোদর নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক সহ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারী স্বৈরচার এরশাদ সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় পৌঁছলে পুলিশের একটি ট্রাক মিছিলের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই শহীদ হন সুর্যসেন হল শাখার ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments