শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাত্রিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

এনামুল হক: ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্য নিয়ে ত্রিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯শে ফেব্রুয়ারি বিকালে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদের সহযোগীতায় পরিষদ সংলগ্ন মাঠে জঙ্গি,মাদক ও ধর্ষণ রোধে পুলিশিং সেবা পেতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বার সম্পর্কে অবহিত করণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার(ত্রিশাল সার্কেল)স্বাগতা ভট্টাচার্য।সাখুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ‌‌ মোঃ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউনিয়ন কমিউনিটি পুলিসিং সভাপতি শফিকুল ইসলাম সজল, ইউপি সদস্য বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতার একাংশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকার। বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকীতে মুজিব বর্ষের ক্ষনগণনা উপলক্ষ্যে আপনার ওসি আপনার দোড় গোড়ায় এই শ্লোগান বাস্তবায়নে রুপ দিতে সেবা কার্যক্রম চালু করেছে ত্রিশাল থানা পুলিশ।ত্রিশালে কর্মরত আইন শৃংঙ্খলা বাহিনী ছুটে চলেছেন উপজেলার প্রত্যন্ত এলাকায়।অনুষ্ঠানে ত্রিশাল সার্কেল স্বাগতা ভট্টাচার্য তার বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত আলোচনা কালে উপস্থিত সকলে উদ্বুদ্ধ হয়ে দাড়িয়ে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments