শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভারতে মসুলমানদের উপর অত্যাচার বন্ধে এনায়েতপুর মাজারে ফরিয়াদ

ভারতে মসুলমানদের উপর অত্যাচার বন্ধে এনায়েতপুর মাজারে ফরিয়াদ

মারুফা মির্জা: রাষ্ট্রিয় মদদে ভারতে মসজিদে হামলা সহ নিরাপরাদ মসুলমানদের উপর নানা অত্যাচার বন্ধে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে মহান আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ জানিয়েছে ধর্মপ্রাণ মসুল্লীরা। খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) ৬৮ তম ওফাত দিবস উপলক্ষে রোববার সকালে দরবারের গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) এর পরিচালনায় মোনাজাতে বলা হয়, আদিকাল থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ভারতে মসুলমান-হিন্দুরা বসবাস করলেও হঠাৎ মসুলমানদের উপর যে অবিচার চলছে তা মানবতা বিবর্জিত। সকল ধর্ম একে অপরকে সম্মান জানিয়ে শান্তির পথে চলতে বলেছে। বাংলাদেশে সেই সৌহার্দ্য বজায় থাকলেও ভারতে যা হচ্ছে আমরা বিষ্মিত। হে আল্লাহ নিরাপরাদ ঐসব মসুলমান ভাইদের তুমি রক্ষা করো। অত্যাচারীদের তুমি শান্ত করো। এছাড়া মোনাজাতে, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) আত্ত্বার শান্তি সহ বিশ্ব মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় খাজা ইউনুস আলী (রঃ) আওলাদ খাজা গোলাম রসুল (খাজা কায়সার), খাজা ডাঃ মোঃ সলিমুল্লাহ, খাজা গোলাম মেহেদী, মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন সহ দরবারের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন। মোনাজাতে সাড়া দেশ থেকে আগত হাজার-হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments