শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সহযোগীতায় অসহায় পরিবার ফিরে পেল তার বাসস্থান

কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সহযোগীতায় অসহায় পরিবার ফিরে পেল তার বাসস্থান

এস কে রঞ্জন: কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সহায়তায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের এক অসহায় পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। প্রতিপক্ষের হাতে বেধরক মার ধরের স্বীকার হবার পর অসহায় পরিবারের আহাজারি ও আকুল আবেদনের প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম ও মহিপুর সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য বিউটি বেগমের নেতৃত্বে প্রতিকার পেয়েছে অসহায় পরিবারটি। সরেজমিনে গিয়ে জানা যায়, মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের কালাম মল্লিকের সাথে একই গ্রামের জব্বার দর্জী ও তার স্ত্রী রাশিদা বেগমের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কালাম মল্লিক এক জন নিঃস্ব ভূমিহীন হিসেবে ঐ এলাকায় নদীর তীর ঘেষে জেগে ওঠা চরে দীর্ঘ ২০ বছর ধরে খুব অসহায়ত্ব ভাবে বসবাস করে আসছিল। অথচ জব্বার দর্জী নিজের জমি দাবি করে ঐ অসহায় মানুষটিকে তারিয়ে দেয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তাতেও কালাম মল্লিক তার পরিবার নিয়ে স্থান ছাড়তে রাজী না হওয়ায় ১৮ ফেব্রুয়ারী বুধবার তাকে বেধরক ভাবে মারধর করেন। পরে ঐ অসহায় পরিবারটি সাহায্য নেয়ার জন্য মহিপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গনমাধ্যমকর্মীদের সহযোগীতা চেয়ে তার পরিবার নিয়ে যেন সুখে থাকতে পারে এমন প্রত্যাশা দাবী করেন। তাদের আবেদনের পরিপেক্ষিতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমি-জমা বিরোধের বিষয়ে সরেজমিনে নিরলস ভাবে কাজ করেন নারী উন্নয়ন ফোরামসহ মহিপুর থানা ভূমি অফিসের কর্মকর্তা এবং সার্ভেয়ারগন। জমি সুষ্ঠভাবে মাপ দিয়ে অসহায় কালাম মল্লিকের জমি বুঝিয়ে দেন তারা। এবিষয়ে মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে সকলের সহযোগীতায় জমি মাপ দিয়ে দু’পক্ষকে আমরা সীমানা বুঝিয়ে দিয়েছি। কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা বলেন, আমরা অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। নিঃস্ব একটি পরিবার যাতে বসতভিটায় শান্তিতে থাকতে পারে এজন্য দু’পক্ষকে মিলিয়ে দিয়েছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments