বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ের স্টেশন মাস্টার জানান, বিকাল সাড়ে ৫ টায় দিকে অজ্ঞাত যুবক ১ নম্বর প্লাটফর্ম থেকে ২ নম্বর প্লাটফর্ম যাওয়ার সময় রাজশাহী গামী বনলতা এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে । পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ।

Previous articleনোয়াখালীতে মোদি বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২
Next articleঘোড়াশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।