বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুর ১২ টায় দিকে কুয়াকাটা মহাসড়কের শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির,সাধারন সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্ট্ধুসঢ়; সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু,সাংবাদিক অমল মুখার্জী ,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট,সাধারন সম্পদক কাজী সাঈদ,মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন,মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ প্রমুখ। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার শতাধীক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা হামলার নিন্দা জানিয়ে অচিরেই সন্ত্রাসী সোহাগ আকনসহ হামলাকারী কালাবাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান। আর যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তাহলে মহিপুর থানার সকল সফলতার নিউজ বর্জনের ঘোষনা দেন। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ গত ২৯ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় মহিপুর আম বাগান এলাকায় নিউজ সংগ্রহ করতে গিয়ে জিটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মনিররের উপর হামলা চালায় বহুল আলোচিত পর্যটক নির্যাতন মামলার প্রধান আসামী সোহাগ আকন,রেজাউল আকনসহ কালবাহীনির সদস্যরা। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ওই রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানে হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments