আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামে বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়াগেছে। অভিযোগে জানা যায়, আতাইকুলা থানার ধর্মগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মনিরুলের সাথে একই গ্রামের মেয়ে আয়শা খাতুন (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ ৫ বছরের সম্পর্কে গত বছর পাবনায় নিয়ে মনিরুল আয়শাকে ভুয়া বিয়ে করে শারিরীক সম্পর্ক স্থাপন করে। পরে আয়শা বিভিন্ন সময়ে মনিরুলকে বাড়িতে নেবার জন্য চাপ দিলে আয়শা বুঝতে পারে মনিরুল তার সাথে প্রতারনা করেছে। এটি ছিল ভুয়া বিয়ে। পুনরায় আয়শা বিয়ের জন্য মনিরুলকে চাপ দিলে সে নানা রকম তালবাহানা করতে থাকে। বুধবার রাতে
আয়শা বাদী হয়ে আতাইকুলা থানায় মনিরুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং-৩। থানার ওসি (তদন্ত)শরিফুল ইসলাম জানান, মামলার পরে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে