শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ডাকাত পুলিশের পাল্টা-পাল্টি গুলিবর্ষণ, নিহত ১

চান্দিনায় ডাকাত পুলিশের পাল্টা-পাল্টি গুলিবর্ষণ, নিহত ১

ওসমান গনি: ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার ছয়ঘরিয়া নামক স্থানে গত বৃহস্পতিবার রাতে,ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত অবস্থান করছিল। গোপন সূত্রে এটি জানতে পারে ডিবি পুলিশ। পুলিশ আরও জানতে পারে এ ডাকাত গ্রুপের সঙ্গে জেলার মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার পলাতক আসামী ও জড়িত রয়েছে। পরে প্রশাসনের উবর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র ডাকাতদল পুলিশের উপস্হিতি টের পেয়ে পুলিশ কে লক্ষ করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথটিম ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে পুলিশের দুই সদস্য আহত হয়, এবং ডাকাত দলের এ ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় অস্রধারী ডাকাতরা গুলি বর্ষণ করতে করতে পালিয়ে যায়। আহত পু‌লিশ সদস্য‌দের এবং আহত ডাকাত‌কে উদ্ধার ক‌রে কু‌মেক হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত ডাক্তার আহত ডাকা‌তকে মৃত ঘোষনা ক‌রেন এবং আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনাস্থল হ‌তে এক‌টি দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ,পাচঁ রাউন্ড ফায়ারকৃত গু‌লির খোসা, দুইটি রামদা, এক‌টি ছু‌রি একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। অত্র ঘটনায় পলাতক ডাকা‌তদের বিরু‌দ্ধে পৃথক পৃথক মামলা রুজু প্র‌ত্রিুয়াধীন। আহত ডাকাত‌কে জিজ্ঞাসাবাদ ও তার নিকট থাকা মোবাইল এর মাধ্য‌মে জানা যায় যে, সে বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে খোকন(৪৫)। এছাড়া পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজুর পক্রিয়া চলমান। আহত পুলিশ সদস্যদের নাম কনষ্টেবল মোল্লা আব্দুস সবুর ও সুমন ।
এই ব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ওসি) মো: আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments