শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে গণিত অলিম্পিয়াডে অংশ নিল ৮০৭ শিক্ষার্থী

এনায়েতপুরে গণিত অলিম্পিয়াডে অংশ নিল ৮০৭ শিক্ষার্থী

মারুফা মির্জা: শিশু প্রাণে জ্ঞানের আলো মানবতার কল্যানে ছড়িয়ে দেবার প্রত্যয়ে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড। উৎসবের বারতা নিয়ে এতে বেলকুচি ও এনায়েতপুর থানার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৭ জন মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহন করে। “বই পড়া হোক প্রতিটি মানুষের শ্রেষ্ঠ শখ” শ্লোগান ধরে এগিয়ে চলা মুসফিকা স্মৃতি পাঠাগারের উদ্যোগে শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই গলিত অলিম্পিয়াড। শিশু মনের মেধার বিকাশে এ প্রতিযোগীতায় ৩টি ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রীরা লিখিত পরিক্ষায় অংশ নেয়। স্কুল পর্যায়ে বিভিন্ন পরিক্ষায় অংশ নেয়া এসব শিক্ষার্থীরা অলিম্পিয়াডে দ্বিতীয় বারের মত অংশ গ্রহন করতে পেরে বেশ কৌতুহলী ছিল। তাই গত সপ্তাহ খানেক আগেই থেকেই স্কুল গুলোর মেধাবীরা আরো পরিপক্ষ হতে নিজেদের ঝাছাই করে নেয় এতে অংশ গ্রহনের জন্য। পরীক্ষা শুরুর পর গণিত অলিম্পিয়াড কেন্দ্র অতিথি হিসেবে পরিদর্শন করেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, বিকেএমইএ-এর সাবেক পরিচালক টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, অনুষ্ঠানের উদ্যোক্তা মুসফিকা স্মৃতি পাঠাগারের পরিচালক খায়রুল আনাম শেখ। তারা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গণিতের জ্ঞান আহরনে আরো ভুমিকা রাখবে। পাশাপাশি ছোট বেলা থেকেই শিক্ষা মুলক প্রতিযোগীতার মাধ্যমে ভাল কাজে আরো উৎসাহী হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments