গম চাষে আশাবাদী পাঁচবিবির চাষীরা

প্রদীপ অধিকারী: পাঁচবিবি উপজেলায় গম চাষের দিকে ঝুঁকে পড়েছে কৃষকরা । এ বছর পাঁচবিবিতে ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গম চাষ ধান চাষের তুলনায় লাভজনক। গম চাষে খরচ কম, কিন্তু দাম ভালো পাওয়া যায়। অন্যদিকে ধান উৎপাদনে, বিশেষ করে বোরো ধান উৎপাদনে খরচ অনেক বেশি হয়, কিন্তু দাম ভালো পাওয়া যায় না। তাই কৃষক গম চাষে আগ্রহী হয়েছেন। গম চাষে আগ্রহী করে তুলতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবির কার্যালয় থেকে কৃষককে বিনামূল্যে সার, বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ কৃষক গম কাটতে শুরু করেছেন। প্রথম থেকে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গম চাষে আশাবাদী পাঁচবিবি চাষীরা। পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের কৃষক মোনোয়ার হোসেন এ বছর তিনি ৬ বিঘা জমিতে গম চাষ করেছেন। তিনি বলেন, ধান চাষে কৃষক লাভের মুখ দেখতে পাচ্ছেন না। খরচ বেশি, লাভ হচ্ছেনা। তাই অনেক কৃষক ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি গমের আবাদ থেকে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে গম চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গম চাষে আমরা কৃষকদের সার, বীজ দিয়ে উদ্বুদ্ধ করছি। সেই সঙ্গে আমরা আধুনিক উপায়ে গম চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি। তিনি আরো বলেন , গমের চাহিদা বাড়ার কথা বিবেচনা করে কৃষককে সার ও বীজ দেওয়া ছাড়াও সরকারকে গম আবাদ বাড়ানোর ব্যাপারে আর কী কী করা যায়, তা নিয়ে ভাবতে হবে। তবে সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। ধান চাষ বাদ দিয়ে বেশি বেশি গম চাষ দেশের মানুষের খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এমনিতে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন সহ নানা কারণে আবাদি জমির পরিমাণ কমে গেছে। এতে ধান উৎপাদন আগের তুলনায় অনেক কমেছে। এর ওপর যদি কৃষকেরা ধান চাষ বাদ দিয়ে বেশি লাভের আশায় গম চাষ করেন, তাহলে তা দেশের জন্য বিপর্যয়কর হবে। মাঠে গমের আবাদ ভালো হয়েছে। তিনি আশা করছেন গম কাটা-মাড়াই করা পর্যন্ত প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে এ বছর গম চাষে কৃষকরা লাভবান হবেন।

Previous articleবাংলাদেশ থেকে দুবাই-মধ্যপ্রাচ্যে নারী পাচারের চ্যঞ্চল্যকর তথ্য ফাঁস
Next articleশার্শায় ইতালি ফেরত ব্যক্তি নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।