শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকরোনাভাইরাস: ফুলবাড়ীতে সুরক্ষা ব্যবস্থা নেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের

করোনাভাইরাস: ফুলবাড়ীতে সুরক্ষা ব্যবস্থা নেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের

মোস্তাক আহম্মদ: দিনাজপুরে করোনাভাইরাস সতর্কতায় কাজ করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা নেই খোদ চিকিৎসক ও নার্সদেরই, এমন অভিযোগ কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর। এদিকে করোনাভাইরাস আতঙ্কে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের আগের মতো ভিড় না থাকলেও হাছি-কাশিসহ জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু রোগীরা। গতকাল রবিবার ৫০ শয্যার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, করোনাভাইরাস আতঙ্কে অন্যান্য সাধারণ রোগীর ভিড় নেই। অনেকে আবার করোনাভাইরাসের ভয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে চলে গেছেন। তবে সবচেয়ে করোনাভাইরাস আতঙ্কে পড়েছে চিকিৎসাসেবা দানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে এক নার্স বলেন, আমরা সবার থেকে বেশি হুকমিতে পড়েছি। এখনো স্যার্জিক্যাল মাস্ক ও গাউনসহ অন্যান্য প্রতিরোধক উপকরণ পাইনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় অক্সিজেন মাক্স ও স্থানীয়ভাবে তৈরি এপ্রোন গায়ে দিয়েই করোনাভাইরাস মোকাবেলা জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। সেগুলো আসলে করোনাভাইরাস মোকাবেলায় যথেষ্ট নয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলতে হবে। কিন্তু আমরা প্রতিনিয়ত রোগীদের সমাগমের মধ্যেই চিকিৎসা দিচ্ছি। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনায়েতুল্লাহ নাজিম জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ও পরিচার্যায় ১ মার্চ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এতে শয্যা রয়েছে পাঁচটি। এর মধ্যে পুরুষের জন্য তিনটি ও নারীর দুইটি। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যে ধরনের মাস্ক, গাউনসহ উপকরণ প্রয়োজন সেগুলো এখন সরবরাহ পাওয়া যায়নি। তবে নিজস্ব ব্যবস্থাপনায় কিছু মাস্ক, গাউনের স্থলে এপ্রোন ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এগুলো দিয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments