বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁ পৌরসভা ষোল্লপাড়া গ্রামে চলছে রমরমা মদ, গাজা, ইয়াবা ও দেহ ব্যবসা

সোনারগাঁ পৌরসভা ষোল্লপাড়া গ্রামে চলছে রমরমা মদ, গাজা, ইয়াবা ও দেহ ব্যবসা

গিয়াস কামাল: সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ডের ষোল্লপাড়া গ্রামে ওসমান মোল্লার বাড়ির পাশের গুনারবাড়ি নামে পরিচিত লিচু বাগানের ভিতরে বাড়ি। ঐ বাড়িতে ভাড়া থাকে এক মুখি রানী আয়ুশী ওরফে ময়নার মা। তার স্বামী খবির উদ্দিন, তার ছেলে সুমন তারা সবাই মিলে ঐ ব্যবসার সাথে জড়িত। মদ, গাজা, ইয়াবা ও দেহ ব্যবসা সহ তারা দীর্ঘ দুই বৎসর যাবত দাপটের সাথে ব্যবসা করে আসছে। কি নাই তাদের কাছে? সব আছে। বাগানের ভিতরে বাড়িটিতে রয়েছে অনেক গুলো রুম। ঐ রুমে থাকে দেহ ব্যবসার জন্য মেয়েরা। তার স্বামী খবির উদ্দিন একাধিক মামলার আসামী। তার বাড়ি পিরোজপুর ইউনিয়নে কিন্তু এখানে ভাড়া থেকে এ ব্যবসা পরিচালনা করে আসছে। সে হাইওয়ে রোডে ডাকাতি করে তার দলবল নিয়ে। তার ছেলে সুমনেরও রয়েছে একটি বিচ্ছু বাহিনি। যদি কেহ মুখ খুলে তার উপর চলে আসে অত্যাচার। তার খুটির জোর কোথায়? তাই ও মুখি রানী আয়ুশী ওরফে ময়নার মা পাপিয়ার মত দাপটের সহিত ব্যবসা করে এবং তার স্বামী মেঘনা হাইওয়ে রোডে ডাকাতি করে এবং ডাকাত দলের সর্দার। ষোল্লপাড়া গ্রামের মানুষ ভয়ে মুখ খুলছে না। সারাদিন বাড়িতে বসে মুখি রানী ইয়াবা, গাজা ও মদ বিক্রি করে। তার স্বামী মিসুক দিয়ে লোক আনা নেওয়া করে। সারাদিন এবং আট ঘটিকার পর চলে দেহ ব্যবসা এবং যা রাত ১২টা পর্যন্ত চলে। তার ঘরে এক রুমে ইয়াবা ও গাজার আসর বসায় এবং সেবন করে। আশেপাশে ৫/৭টি গ্রামের মানুষ তার নাম শুনলেই ভয় পায় এবং এক নামে চিনে ইয়াবা বিক্রেতা হিসেবে। তার ছেলে সুমন ষোল্লপাড়া বিজ্রে এবং মন্নারবাগ দিয়ে মালামাল আনা নেওয়া করে। গ্রামের মানুষ অত্যাচারে অতিষ্ঠ। স্কুল কলেজের ছেলে মেয়েরা এবং যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। থানা, ডিবি এবং র‌্যাবকে মাসিক বর্কা দিয়ে আমি ব্যবসা পরিচালনা করি। আমি কাউকে ভয় পাই না। মুখি রানীও একাধিক মাদক মামলার আসামী। তাই এলাকাবাসী এই মুখি রানীর হাত থেকে নিস্তার চায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments