শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে এখন সুনসান নিরবতা, সরকারী নির্দেশনা মানাতে রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী

জয়পুরহাটে এখন সুনসান নিরবতা, সরকারী নির্দেশনা মানাতে রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী

শফিকুল ইসলাম: জয়পুরহাট জেলার ৫টি উপজেলা শহর এখন সুনসান নিরবতা। গনপরিবহন, বিপনী বিতান ও মার্কেটগুলো বন্ধ থাকায় শহরের সাধারণ মানুষের নেই তেমন কোন আনাগোনা। জরুরী প্রয়োজন ছাড়া কোন মানুষ এখন ঘড়ের বাইরে দেখা মিলছেনা। ঔষুধ, খাবারের দোকান ও মুদি দোকানগুলো খোলা থাকলেও নেই কোন ক্রেতাদের ভীড়। সরকারী নির্দেশনা মানার জন্য রাস্তায় পুলিশ এবং সেনাবাহিনীর নিয়মিত টহল চলছে। এদিকে জেলার ৫টি উপজেলায় বিদেশ ফেরৎ নতুন ৫৪ জন প্রবাসীকে স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধায়নে সেফ হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ২১৯ জনকে হোম কোয়ারেন্টাইনের পর্যবেক্ষনে রাখা হয়। এর মধ্যে ২৭ জন ভাল থাকায় স্বাস্থ্য কার্ড দিয়ে রিলিজ দেয়া হয়েছে এবং ১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments