শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় করোনার সংক্রমণ রোধে মাঠে উপজেলা প্রশাসন

সাঁথিয়ায় করোনার সংক্রমণ রোধে মাঠে উপজেলা প্রশাসন

আব্দুদ দাইন: মরনঘাতী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকার লকডাউনসহ সকল প্রকার যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। ১০ দিনেরে ছুটি ঘোষনা করেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের । উপজেলা পর্যায়ে করোনা সংক্রামণ রোধে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাঁথিয়া উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌর সভা ও উপজেলা ভিত্তিক কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ। কমিটির কাজ সার্বিক মনিটরিং করতে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান। এছাড়াও গ্রাম পুলিশ,ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণে কাজ করা হচ্ছে। অসাধু ব্যবসায়ী কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে নিয়মিত হাট বাজার মনিটরিং করছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার। করোনা ভাইরাস থেকে জনসাধারনকে সচেতন করতে হাট বাজারে লিফলেট বিতারণ করছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ও মাইকিং করে চা-এর দোকানসহ বিভিন্ন দোকান বন্ধ ঘোষনা করেছেন। বিদেশ ফেরতদের বাড়িতে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন সঠিক ভাবে নিশ্চিত করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইাকং ও বিভিন্ন স্থানে পানি ও হান্ড ওয়াসের ব্যবস্থা করে যাচ্ছেন। ক্ষেতুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মুনসুর আলম পিনচু তার ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে পথচারিদের জন্য পানি ও সাবানের ব্যবস্থা করেছেন। জন সচেতনতা সৃষ্টি করতে প্রতি দিন ইউনয়নের গ্রাম পর্যায়ে মাইকিং করছেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে নিজ গৃহে অবস্থান করানো এ মুহুর্তে আমাদের বড় চ্যালেন্স। ২শত বিদেশ ফেরতের মধ্যে প্রায় ১’শ৫০ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়ে গেছে। সরকারি ছুটির মধ্যে করোনা বিষয়ে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা ইউনিয়ন ভিত্তিক কাজ করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments