শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে ৩৮ হাজারের বেশি বিদেশফেরতই হোম কোয়ারেন্টাইনের বাইরে

চট্টগ্রামে ৩৮ হাজারের বেশি বিদেশফেরতই হোম কোয়ারেন্টাইনের বাইরে

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামে বিদেশফেরতদের প্রতি চল্লিশ জনের মধ্যে মাত্র একজন আছেন হোম কোয়ারেন্টাইনে। বাকি উনচল্লিশ জনেরই কোন হদিস নেই সরকারি খাতা কলমে। এমনকি ইমিগ্রেশনে দেয়া ঠিকানায়ও খোঁজ করে পাওয়া যাচ্ছেনা বিদেশ থেকে আসা ৩৮ হাজার ৩১০ জনকে। এটি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের কর্তাদের। কারণ তাদের মাধ্যমেই করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
করোনার বিস্তার ঠেকাতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিদেশ ফেরত লোকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের ওপর জোর দিচ্ছে প্রশাসন। সেজন্য এলাকায় এলাকায় চলছে মনিটরিং। তবে আশঙ্কার কথা, বিদেশ ফেরত সবাইকে এখনো কোয়ারেন্টাইনে আনা যায়নি চট্টগ্রামে। সরকারি তথ্য অনুযায়ী, গত পহেলা মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ৩৯ হাজার ২৮৩ জন। অথচ প্রশাসন চিহ্নিত করতে পেরেছে মাত্র ৯৭৩ জনকে।
সিভিল সার্জনও বলেন, অনেকেরই ইমিগ্রেশনে দেয়া ঠিকানার সাথে বাস্তবের মিল নেই। ফলে সবাইকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তবে মাঠপর্যায়ের প্রশাসন বিষয়টিতে সর্বোচ্চ নজর রেখেছে বলে জানান তিনি। এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে এখন পর্যন্ত প্রস্তুত করা হয়েছে ১৭টি স্বাস্থ্যকেন্দ্র। যেখানে আসন রয়েছে ৩১৫টি। এছাড়া ৬৭৩ জন চিকিৎসক ও ৯০৫ জন নার্স প্রস্তুত রাখার কথাও বলছে প্রশাসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments