শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ক্ষুরারোগে ৫৮টি গরু-বাছুরের মৃত্যু

সাঁথিয়ায় ক্ষুরারোগে ৫৮টি গরু-বাছুরের মৃত্যু

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় গরু-বাছুরের ক্ষুরারোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাবাবাসী সুত্রে জানা যায় এ রোগে আক্রান্ত হয়ে প্রায় ৫৮টি গরু-বাছুর মারা গেছে। এতে খামারীরা দিশাহারা হয়ে পড়েছে। ঘটনাস্থলে চিকিৎসাসহ ভ্যাগসিনেশন করা হচ্ছে। এলাকাবাসী ও প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১০ মার্চ থেকে সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই, আমোষ, বোয়াইলমারী, কোনাবাড়িয়া,ভবানীপুর গ্রামে গরু-বাছুরের ক্ষুরারোগ দেখা দেয়। এলাকার খামারিরা প্রাথমিক ভাবে চিকিৎসা করলেও ক্ষুরারোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে থাকে। প্রায় ৫০/৬০টি খামারির খামারের গরু- বাছুর ক্ষুরারোগে আক্রান্ত হয়ে পড়ে। সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের হারুন অর রশিদ জানান,তার নিজের ৩টা, একই গ্রামের খামারি আব্দুল জলিলের ৩টা, টুকু মোল্লার ২টা, আয়েজ উদ্দিনের ১টা, বকন বাছুরসহ প্রায় ১৫টি গরু-বাছুর মারা গেছে। সাঁথিয়া পৌরসদরের অভিজ্ঞ খামারী বেলায়েত হোসেন জানান, তার নিজের ২টি বাছুর আমোষ গ্রামের আঃ হান্নান, বাবুল হোসেন, ছালাম মোল্লা, ফজর আলী,কুন্নু মিয়া ও মিকাইল হোসেন প্রত্যেকের ১টি করে গাভীসহ ৪৩টি গরু-বাছুর ক্ষুরারোগে মারা গেছে। তিনি জানান ভ্যাকসিন করা সত্বেও তার নিজের গ্রামের প্রায় ২০০ গরু ক্ষুরারোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়াও আমোষ, নড়িয়াগদাই, কোনাবাড়িয়া গ্রামের খামারিদের প্রায় ৪০/৫০টি গরু-বাছুর ক্ষুরা রোগে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনার রশিদ জানান, নভেম্বর মাস থেকে মেডিক্যাল টিম করে ইউনিয়ন ওয়ারী ভ্যাকসিন কাজ চলমান রয়েছে এবং রোগাক্রান্ত এলাকা পরিদর্শন করে খামারিদের গরু-বাছুরের চিকিৎসাসহ ভ্যাগসিনেশন করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments