শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচি উপজেলা বিএনপি নেতা বদরুদ্দোজা'র দাফন সম্পন্ন

বেলকুচি উপজেলা বিএনপি নেতা বদরুদ্দোজা’র দাফন সম্পন্ন

এম এ মুছা: বেলকুচি উপজেলা বিএনপি নেতা,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বদরুদ্দোজা সরকারে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধা ৭ ঘটিকার সময় তিনি ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় সূবর্ণসাড়া কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ওলামায়ে- কেরামসহ বিপুল সংখ্যক মুসল্লিগন অংশ নেয়। জানাযা নামায শেযে মরহুমকে সূবর্ণসাড়া মাদ্রাসা চত্বরে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,১ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম,জেলা কর্মপরিষদ সদস্য বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাই¯ ও প্যানেল চেয়ারম্যান,জেলা কর্মপরিষদ সদস্য,বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী আরিফুল ইসলাম সোহেল,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন উত্তর আমীর মোঃ মজিবুর রহমান মন্ডল ও সেক্রটারী ডাঃ রুহুল আমীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমূদ টুকু,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম,বিএনপি সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি বেগম রুমানা মাহমূদ, সেক্রেটারী সাইদুর রহমান বাচ্চু, বেলকুচির বিএনপি নেতা জামাল উদ্দিন ভূঁইয়া,গোলাম মওলা খাঁন বাবলু,অধ্যক্ষ আবদুল মান্নান,রেজাউল করিম,রাজ্জাক মন্ডল, মনোয়ার চৌধুরী ও বনি আমিন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বেলকুচির সৃজনশীল রাজনীতিসহ সমাজ সেবায় মরহুমের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments