শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে অগ্রগামী যুব সংঘের খাদ্য সামগ্রী বিতরন

সিংগাইরে অগ্রগামী যুব সংঘের খাদ্য সামগ্রী বিতরন

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্যচারিগ্রাম অগ্রগামী যুব সংঘের উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম অগ্রগামী যুব সংঘের সদস্যরা নিজ অর্থায়নে করোনা মোকাবেলায় প্রতিটি হত দরিদ্র পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও ২ টি সাবান বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন, ইউপি সদস্য আব্দুল মালেক মিয়া, সংগঠনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাসুদ রানা, বিপ্লব হোসেন, সেলিম জাবেদ শিবলু, আব্বাস উদ্দিন, মুরাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা । চাল পেয়ে দরিদ্র ফাতেমা বেগম বলেন, আমার রোজগারের কেউ নেই এ সময় যুবকরা চাল দিয়েছে এতে আমি খুব খুশি।যাতে তারা আমাদেরকে সহয়তা করতে পারে এই দোয়া করি। অপরদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রুনা লায়লা তিনটি ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। ইউনিয়ন গুলো উপজেলার তালেবপুর, জয়মন্টপ ও বলধারা। প্রতিটি ইউনিয়নে ১০০ জন অসহায় দরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও ১টি করে লাইফবয় সাবান বিতরন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, বলধারা ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মাজেদ খান, তালেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী ও জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদত হোসেন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments