শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সরকারের দেয়া ন্যায্যমূল্যের খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ, আটক ১

রংপুরে সরকারের দেয়া ন্যায্যমূল্যের খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ, আটক ১

জয়নাল আবেদীন: সরকারের দেয়া ন্যায্যমূল্যের খাদ্যপণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ রংপুর নগরীতে একজনকে আটক করেছে ভ্রাম্যামান আদালত। এসময় গোডাউনে মজুদ রাখা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে নগরীর বাবুপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যামান আদালত। খোলাবাজারে বিক্রির জন্য সরকারের ওএমএস খাতের মাধ্যমে টিসিবির ন্যায্যমূলের বিপুল পরিমাণ পণ্য সঠিকভাবে বিক্রি না করে গোডাউনে মজুদ করে রাখার অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় নগরীর বাবুপাড়া এলাকায় আব্দুল খালেক মিয়ার গোডাউন থেকে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ জব্দ করা হয়। এসময় গোডাউন মালিক আব্দুল খালেক না পেয়ে তার কর্মচারী মোহাম্মদ সামিকে আটক করা হয়। এ ব্যাপারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান বলেন, অভিযানের সময় গোডাউনে মজুদ করে রাখা পাঁচ লিটার ওজনের সোয়াবিন তেলের ৫০টি কার্টুন, দুই লিটারের ৫৭টি কার্টুন, পঞ্চাশ কেজি চিনির ৪৭টি বস্তা, পঞ্চাশ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা এবং পঁচিশ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২শ২০টি প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি পণ্যের গায়ে টিসিবির ষ্টিকার লাগানো আছে। এদিকে সরকারের ন্যায্যমূল্যের এসব নিত্যপণ্য বিক্রি না করে কেন মজুদ করে রাখা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নির্বাহি ম্যাজিষ্ট্রেট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments