শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাদশ দিনের চোরের একদিন গৃহস্থের, বাস্তব চিত্র মিলেছে রংপুরে প্রসিদ্ধ ব্যবসা এলাকা...

দশ দিনের চোরের একদিন গৃহস্থের, বাস্তব চিত্র মিলেছে রংপুরে প্রসিদ্ধ ব্যবসা এলাকা হাড়িপট্রিতে

জয়নাল অবেদীন: দশ দিনের চোরের একদিন গৃহস্থের সনাতন এই কথার বাস্তব চিত্র মিলেছে রংপুর নগরির প্রসিদ্ধ ব্যবসা এলাকা হাড়িপট্রিতে। এখানে কয়েকজন ব্যবসায়ি ব্লিচিং পাউডারের নামে আটা ও চক পাউডার মিশ্রণ করে প্রতি প্যাকেট ৩০/৪০ টাকায় বিক্রি করে আসছিলো । অবশেষে প্রতারক চক্রের ৩জনকে আটক করতে সক্ষম হয়েছে মহানগর ডিবি পুলিশ। পুলিশ জানায় করোনার প্রাদূর্ভাবে নগরির বিভিন্ন বাসাবাড়িতে ব্লিচিং পাউডার ব্যবহার বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে এক শ্রেনীর প্রতারকচক্র ব্লিচিং পাউডারের নামে আটা ও চক পাউডার মিশ্রণ করে তা প্যাকেটে ভরে ৩০/৪০ টাকায় বিক্রি করছিলো । গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে প্রতারক জাহাঙ্গীর আলম, খোকন সাহা ও এ আর গণিকে আটক করে। আরপিএমপি ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, এ প্রতারণার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে। এদিকে জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান মাহিগঞ্জ এবং পূর্ব-শালবন,রংপুর সদর এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে টিসিবির ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ পণ্য (মোট ২হাজার৩শ১০ লিটার সয়াবিন তেল,১হাজার কেজি চিনি,৫০ কেজি ডাল) মজুত অবস্থায় পাওয়া যাওয়ায় তা জব্দ করা হয়। দুটি ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের যথোপযুক্ত দন্ডারোপের উদ্দেশ্যে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইন-চার্জ, কোতয়ালী থানা(মেট্রো) কে নির্দেশ প্রদান করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান কর্তৃক শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন স্থানে মেট্রোপলিটন পুলিশ সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভেজাল ব্লিচিং পাউডার তৈরি ও বিক্রির অপরাধে ৩ জনকে মোট ১৫হাজার টাকা এবং সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৫টার পরও দোকান খোলা রাখার অপরাধে ৩জনকে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments