শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে টিসিবি’র ডিলারসহ ২জন গ্রেফতার

ঈশ্বরদীতে টিসিবি’র ডিলারসহ ২জন গ্রেফতার

কামাল সিদ্দিকী: টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ) পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র মজুদ করার অভিযোগে ডিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার গভীর রাতে মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রাম থেকে ডিলার উৎপল সরকার এবং তার সহযোগী মোহাম্মদ খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় ৪ বস্তা চাল, ২ বস্তা মশুরের ডাল এবং ৪ বস্তা ছোলা উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, আটঘোরিয়া উপজেলা এলাকার টিসিবি’র ডিলার উৎপল সরকার ন্যায্য দামে বিক্রির জন্য টিসিবি পণ্যদ্রব্য তাঁর দোকানে বা গুদামে রাখার কথা। কিন্তু ডিলার উৎপল এই পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আটঘোরিয়া থেকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে মোহাম্মদ খোকনের বাড়িতে লুকিয়ে রাখে। সোমবার গভীর রাতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ভাটাপাড়া গ্রাম থেকে ওইসব পণ্য উদ্ধার এবং ডিলার উৎপল সরকার ও খোকনকে গ্রেফতার করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সকালে এদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments