শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

চান্দিনায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

ওসমান গনি: করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র লোকদের    ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন চান্দিনার  ইউএনও।
উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যম বরাদ্দকৃত সরকারি ত্রাণের পাশাপাশি ইউএনও নিজে উদ্যোগে উপজেলার আনাচে-কানাচে ঘুরে ওই সহায়তা পৌঁছে দিচ্ছেন। তিনি করোনাভাইরাস সংক্রামন সতর্কতায় বিভিন্ন শ্রেণী-পেশার কর্মহীন মানুষদের বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন। সোমবার বিকেলে উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের ২০ নরসুন্দর পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেন। এছাড়া দুই মায়ের হাতে শিশু খাদ্য তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাহাশীষ দাশ জানান, এ দুঃসময়ে পরিবার প্রধান যখন বেকার, তখন পরিবারের ক্ষুধার্ত মুখগুলোর হাহাকার যেন তাঁর নিকট বিধাতার এক চরম প্রহসন। যারা সবসময় মানুষকে সুন্দর রাখার কাজে নিয়োজিত, তারা নিজেরাই আজ ক্ষুধা ও কষ্টের তীব্র যাতনায় জর্জরিত। ওই পাড়ায় গিয়ে দেখলাম খোপ খোপ ঘরগুলিই তাদের একমাত্র মাথা গোঁজার স্থান। যাতে গাদাগাদি করে থাকে পরিবারের সকল সদস্যরা। এমন লোকদেরই খুঁজে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাবো।
আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments