শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কোন জ্বালানী তেল ছাড়াই চলছে মোটরসাইকেল

উল্লাপাড়ায় কোন জ্বালানী তেল ছাড়াই চলছে মোটরসাইকেল

সাহারুল হক সাচ্চু: মোটরসাইকেল ঠিকই চলছে। লাগছে না পেট্রোল কিংবা অকটেন। মবিলও লাগেনা। এরপরও ঠিকই পথে চালিয়ে নেওয়া হচ্ছে। এ মটর সাইকেল চলছে ব্যাটারীতে। তবে, স্থানীয় ভাবে এটি করা হয়েছে। আর করেছেন একজন অটো রিক্সা-ভ্যান মেকানিক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটো রি·া-ভ্যান মেকানিক আব্দুল লতিফ নিজ মেধা খাটিয়ে কাজটি করেছেন। তার হাতে গড়া এমনি ব্যাটারী চালিত মটরসাইকেল এলাকায় চলছে। উল্লাপাড়ার বাখুয়া গ্রামের আবু বক্কার প্রায় ছ’মাস হলো মটর সাইকেলটি চালাচ্ছেন। তিনি জানান, স্থানীয় একটি ওয়ার্কশপের মিস্ত্রী আমজাদ হোসেন এর চ্যাসিস তৈরী করে দিয়েছেন এবং অটো রি·া-ভ্যান মেকার আব্দুল লতিফ এর সব করে দিয়েছেন। অটো রি·া ভ্যানে ব্যবহৃত ব্যাটারী ও ছোট একটি মটর মটর সাইকেলের ইঞ্জিনের বদলে সেখানে সংযোজন করা হয়েছে। তিনি জানান, ১শ ২৫ এ্যাম্পিয়ারের চারটি ব্যাটারী এতে লাগানো হয়েছে। প্রায় ১০ ঘন্টা ব্যাটারীগুলোয় বৈদ্যুতিক চার্জ দেওয়া হলে মটর সাইকেল নিয়ে ১শ থেকে ১শ ২০ কিলোমিটার পথ অনায়াসে চলা যায়। ওয়ার্কসপ মিস্ত্রী আমজাদ জানান, তিনি শুধু ব্যাটারী রাখার চ্যাসিস তৈরী করে দিয়েছেন। অটো রি·া-ভ্যান মেকানিক আব্দুল লতিফ জানান, তার হাতে গড়া এযাবত বিভিন্ন এলাকার প্রায় ২০টি মটর সাইকেল ব্যাটারীতে চলছে। তিনি নিজ মেধা খাটিয়ে এটি করেছেন। ব্যাটারী বেশি এ্যাম্পিয়ার ও সংখ্যা বেশী হলে খরচ তুলনামূলক ভাবে বেশী হয়। তবে সাধারণত ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে এটি করা সম্ভব হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments