শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার তাঁতপল্লীতে সুনশান নিরবতা, লক্ষাধীক শ্রমিক অনাহারে অর্ধাহারে

সাঁথিয়ার তাঁতপল্লীতে সুনশান নিরবতা, লক্ষাধীক শ্রমিক অনাহারে অর্ধাহারে

আব্দুদ দাইন: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারী নির্দেশ অনুযায়ী সারাদেশের ন্যায় তাঁতসমৃদ্ধ এলাকা পাবনার সাঁথিয়ায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে সকল তাঁত কারখানা। তাঁতপল্লীতে চলছে সুনশান নিরাবতা । এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার তাঁত মালিক। অব্যহত বন্ধের কারণে প্রায় লক্ষাধীক তাঁত শ্রমিক অনাহারে অর্ধাহারে দিনপাত করছে । সরকারী সহযোগিতা না পেলে ধংসের মুখে পতিত হবে সাঁথিয়ার তাঁতশিল্প এমনটাই মনে করছেন তাঁত ব্যবসায়ীরা। তাঁতিরা জানান, মহামারি করোনার কারণে কারখানা বন্ধ ঘোষনার ২১দিন পার হলেও এখন পর্যন্ত সরকারী বা বে-সরকারী কোন ত্রাণ সহায়াতা পাননি । অপরদিকে হাটÑবাজার বন্ধ থাাকায় উৎপাদিত পণ্যর পাহাড় জমে গেলেও বিক্রি করতে পারছেন না মালিকেরা। তাঁত মালিকেরা বলেন এ অবস্থায় নিজেরাই চলতে পারছি না শ্রমিকদের বিল দিব কি। ব্যবসা বন্ধ হলেও ব্যাংকের ঋণের সুদ বাড়ছে হু হু করে। এ নিয়ে চিন্তিত রয়েছেন তাঁতীরা। সরকারী-বেসরকারী কোন সহায়তা না পেলে শিল্পকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। সরেজমিন উপজেলার তাঁত সমৃদ্ধ পিপুলিয়া,শশদিয়া,ফকির পাড়া,ছেচানিয়া,করমজা,ধুলাউড়ি, ঘুঘুদহ তেঁথুলিয়া, পাথাইলহাট, নারিন্দা গ্রাম ঘুরে দেখা যায় ঈদুল ফিতরকে সামনে রেখে যেসব তাঁতপল্লীতে খটখটি শব্দে মুখরিত ছিল। হঠাৎ করোনার প্রভাবে তাঁতীপাড়া এখন নিরব নিস্তব্ধ । অথচ রমজানের আগের মাস থেকে তাঁতিদের ব্যবসার উপযুক্ত সময়। সারা বছর ধরে তাঁতিরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। নজরুল ইসলাম নজু নামে

সাঁথিয়ার একজন প্রবীণ তাঁত শ্রমিক জানান, তিন সপ্তাহ কোন কাজকর্ম নেই। মহাজন কাপড় বিক্রি না করলে টাকা দিতে পারবে না। ঘরে খাবার নেই। পরিবার পরিজন নিয়ে না খেয়ে চলতে পারছি না। আজ প্রায় ১ মাস হতে চললো কারও থেকে কোন সহায়তাও পাইনি। পিপুলিয়া গ্রামের হাফিজুল,আব্দুল্লাহ সহ প্রায় ১০জন তাঁত শ্রমিক জানায় প্রতি সপ্তাহে যে টাকা বিল পেতাম তা দিয়ে কোনভাবে পরিবার নিয়ে কোনভাবে কেটে যেত। তাঁত বন্ধ থাকায় আজ ৩ সপ্তাহ কোন বিল পাই না। কোন কাজকর্ম নেই। ঘরেও কোন খাবার নেই বাজার নেই কার কাছে বলবো। কি যে কষ্টে আছি তা আল্লাহ জানেন। বাংলাদেশ তাঁতবোর্ড সুত্রে জানা যায়,পাবনার সাঁথিয়া বেসিক সেন্টারের অধিনে প্রায় ৩৫ হাজার তাঁত রয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধীক শ্রমিক কাজ করছে এখানে। এখানকার বেশিরভাগ কারখানাগুলো ব্যাংকের ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। মহামারি করোনা রোধে ক্রমাগত বন্ধের কারণে তারা বেকার হয়ে পড়েছেন। পিপুলিয়া গ্রামের তাঁতী দেলোয়ার হেসেন জানান, বাড়ীঘর জমি বন্ধক রেখে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে ৪০টি তাঁত কিনে ব্যবসা শুরু করেছিলাম। তাঁতের উৎপাদিত লুঙ্গি বিক্রি করতে পারছি না। ব্যাংকের কিস্তির টাকা দিতে পারছিনা। ভিটেমাটি বিক্রি করে ঋণের টাকা দিতে হবে । তিনি আবেদন রেখে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তাঁত বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে সুুদ মওকুফের অনুরোধ জানান। সাঁথিয়ার বিশিষ্ট তাঁতব্যবসায়ী আলহাজ্ব ইন্তাজ আলী মল্লিক বলেন, তার প্রায় শতাধিক তাঁত রয়েছে। এখানে নারী পুরুষ মিলে প্রায় আড়াইশত শ্রমিক কাজ করেন। আজ প্রায় ১মাস হতে চলল কারখানা বন্ধ রয়েছে। হাটবাজারও বন্ধ। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে ব্যাংক থেকে মোটা অংকের ঋণের কিস্তি দিতে পারছি না। প্রতি সপ্তাহে

রিকভারী দিতে হয়। কিন্তু দিতে পারছিনা। কারখানা বন্ধ থাকলেও সুদতো বেড়েই চলছে। সাঁথিয়া বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার শ্রী জুয়েল চন্দ্র তাঁতীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন,তাঁতবোর্ড থেকে তালিকা চেয়েছে। সমিতির মাধ্যমে অসহায় তাঁতী ও তাঁতশ্রমিকের তালিকা তৈরি কার হচ্ছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ জানান, সরকারের পক্ষ থেকে যে ত্রাণ এসেছিল তা মেয়র ও চেয়ারম্যানদের মাধ্যমে অসহায়দের মাঝে বন্টন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে হয়তো কেউ কেউ বাদ পড়তে পারে। পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে। তাঁত মালিকদের ঋণের সুদ মওকুফের জন্য সুপারিশ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments