শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসুরক্ষা সামগ্রী নেই, রমেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে

সুরক্ষা সামগ্রী নেই, রমেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে

বাংলাদেশ প্রতিবেদক: করোনা আতঙ্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশ প্রথম থেকেই কাজে যোগ দেয়নি। যারা কর্মরত ছিলেন তারাও বৃহস্পতিবার রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন। ফলে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।

তবে হাসপাতালের পরিচালক বলেছেন, শুক্রবার দিনব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তারা আশ্বস্ত করেছে খুব দ্রুত কাজে যোগ দেবেন। তবে যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাজে যোগ না দেওয়া কয়েকজন চিকিৎসক জানান, দেশে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকেই তারা সুরক্ষা সামগ্রী চেয়ে আসছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন না। ফলে তারা কাজে যোগ দেননি। তবে সুরক্ষা নিশ্চিত হলে তারা কাজে যোগ দেবেন বলে জানান।

এদিকে হাসপাতালে কর্তব্যরত একজন ইন্টার্ন চিকিৎসক জানান, তারা নিজেদের জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। অন্য চিকিৎসকরা অনুপস্থিত থাকায় তারা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। কেউ কাজ করবে কেউ করবে না এই অবস্থায় তারা কর্মবিরতিতে গিয়েছেন।

রমেক হাসপাতালের পরিচালক ডা, ফরিদুল ইসলাম জানান, শুক্রবার সারা দিনই ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে
আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন দ্রুত কাজে যোগ দেবেন।

ইন্টার্ন চিকিৎসকদের যে অংশটি এখনো কাজে যোগ দেয়নি তাদের প্রসঙ্গে পরিচালক বলেন, আমরা
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাদের কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments