বাংলাদেশ প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আ,লীগ নেতার নির্দেশে তার অনুসারীরা এক প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় দুই নারীসহ ১০ জন মারত্মক আহত হয়েছে । আহতদের মধ্যে দুই নারীসহ ৫ জনকে রায়পুর ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় একপক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। অন্যপক্ষ মামলার প্রস্তুতি চলছে বলে প্রবাসীর স্বজনরা জানিয়েছেন । ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ এপ্রিল) রাতে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ার চর গ্রামের হামিদ আলী বেপারী বাড়ী ও কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের দফাদার বাড়িতে । পৃথক ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে । থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আহতরা হলেন, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তাজুল ইসলাম, ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রলীগ নেতা অন্তর হোসেন, তার মা কামরুন্নাহার, ভাবি রোকসানা আক্তার, ভাগনি সুমাইয়া আক্তার ও কেরোয়া ইউনিয়নের মধ্যকেরোয়া গ্রামের দিনমজুর মোঃ ইব্রাহীমের স্ত্রী আয়েশা বেগমসহ ১০ জন । হাসপাতালে চিকিৎসাধীন অন্তর হোসেন জানান, প্রায় ৬ মাস আগে তার বড় ভাই বিবাহিত এক নারীকে বিয়ে করেন। এই ঘটনার সূত্র ধরে, আ,লীগ নেতা তাজুল ইসলাম প্রায় সময় আমাদের পরিবারের উপর মানসিক নির্যাতন ও চাঁদা দাবি করে আসছিল। এই ঘটনায় গত রোববার তার ভাবি রোকসানা আক্তার তাজুল কে আসামী করে রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সন্ধ্যায় তাদের বাড়ির সামনের দোকানে তাজল তার বিরুদ্ধে কেনো মামলা করা হল বা প্রত্যাহার হলো না কেন এই সূত্র ধরে অন্তরের সাথে কথা কাটাকাটি হয় ও দেখে নেওয়ার হুমকি দিয়ে তাজুল ঘটনাস্থল ত্যাগ করেন। রাত ৮ টায় প্রতিশোধ নিতে তাজুল তার ক্যাডার বাহিনী পাঠিয়ে বাড়িতেও বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে অন্তরকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আলমারি থাকা ৯ লক্ষ টাকা, সাত ভরি সোনা নিয়ে যায়। বাধা দিতে গেলে তার মা ভাবি ও ভাগনিকে পিটিয়ে ভাংচুর করে পালিয়ে যায় । এই ঘটনায় নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আ্#৩৯;লীগ নেতা তাজুল ইসলাম মুঠোফোনে জানান ঘটনার সময় ও এম এস এর তালিকা করতে ওই বাড়ির সামনে গিয়ে দোকানে বসে এলাকার ছেলেরা অযথা আড্ডা না দেওয়ার জন্য নিষেধ করি। এতে ক্ষুব্ধ হয়ে অন্তর সহ তার লোকজন আমার ওপর হামলা চালায়। আমার বিরুদ্ধে মিথ্যা জিডি করে হয়রানি করছে। এই ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি এখন নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। রায়পুর থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া জানান, এই ঘটনা আ’লীগ নেতা ও ইউপি সদস্য তাজুল ইসলাম থানায় মামলা করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।