বাবুল আকতার: সাপাহার উপজেলায় ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করে চলা বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবারের খেয়ে না খেয়ে জীবন যাপন করার কথা জানতে পেরে শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী নিজ গাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে তাদের মাঝে বিতরণ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার সরকারি ছুটি ঘোষনা করেছে। তাই দেশের সকল অফিস আদালত অচল,সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাড়িতে থাকার আহব্বান জানানো হয়েছে। সেই সাথে সকল ধরনের যানবাহন বন্ধ ঘোষনা করা হয়েছে। সরকারি ঘোষনার আগেই নাটোর জেলার সিংড়া থেকে আসা একদল বেদে সম্প্রদায়ের লোকজন পরিবার পরিজন নিয়ে উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের পাশের মাঠে অস্থায়ি ভাবে অবস্থান করছে। তারা করোনার কারনে কোথাও কাজ কর্ম করতে না পারায় পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছেন। বেদে সম্প্রদায়ের এ করুন অবস্থার কথা জানতে পেরে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে রাতের বেলা ওই বেদে পল্লীতে গিয়ে বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, জবাই বিল জীব বৈচিত্র কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ প্রমুখ।