সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার জন্য রংপুর থেকে পাঠানো হচ্ছে কৃষি শ্রমিক

দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার জন্য রংপুর থেকে পাঠানো হচ্ছে কৃষি শ্রমিক

জয়নাল আবেদীন: দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার জন্য রংপুর থেকে কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে । করোনাকালে এসব শ্রমিক পাঠানোর আগে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করার পর তাদের পাঠানো হলো । রোববার সন্ধ্যার পর রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন সদর থেকে দুটি বাসে ৬৬জন কৃষি শ্রমিক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাতে পাঠানো হয় । রংপুর অঞলে ধান পাকার আগেই ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলসহ দেশের অনেক এলাকায় বোরো ধান পরিপক্ক হয়ে উঠে। বিশেষ করে হাওড় এলাকায় ধান আগে পাকে। তাই, এসব এলাকায় ধান কাটার মৌসুমে প্রতি বছরই রংপুর এলাকার ২০থেকে ২৫ হাজার কৃষি শ্রমিক ওই সব এলাকায় কৃষকের ধান কেটে রংপুর অঞ্চলের ধান কাটে ।কিন্ত্র এবার করোনার কারণে যাতায়া্ত ব্যবস্থা না থাকায় কৃষি শ্রমিকগণ সেই কাজ করতে পারছেন না ।ফলে ওই সব এলাকায় পাকা ধান নিয়ে কৃষক বিপাকে পড়েছেন । এ অবস্থায় কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রী কৃষি শ্রমিকদের নিরাপদ যাতায়াত সুনিশ্চিতকরণের যাবতীয় ব্যবস্থা গ্রহনসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করায় এই অঞ্চলের কৃষি শ্রমিকদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে ।রংপুর আঞ্চলিক কৃষি কমর্কর্তার সুত্রে জানা গেছে ইতোমধ্যে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কৃষি শ্রমিকের একটি দল প্রেরণ করা হয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় তারা ধান কাটা শুরু করেছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা জেলা থেকে আরোও কৃষি শ্রমিক পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি হার্ভেস্টার রংপুর অঞ্চল থেকে গিয়ে হাওড়ের ধান কাটা শুরু করেছে। আরোও একটি হার্ভেস্টার শীঘ্রই পৌছে যাবে সেখানে। স্বাস্থ্যবিধি মেনে সুস্থ্য শ্রমিকদের মাস্ক, স্যানিটাইজার, শুক্ন খাবার ইত্যাদি উপহার সামগ্রী প্রদান করেই কৃষি শ্রমিকদের পাঠানো হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসিব আহসান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসারসহ অন্যান্য কমর্কর্তাগণ । এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন জাতির এই সংকটকালে রংপুরের কৃষি শ্রমিকদের এই অবদানকে সম্মান জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।এছাড়াও শ্রমিক পরিবহনে সহায়তার জন্য সাংসদ মশিউর রহমান রাংগার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।করোনা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মীরা মাঠে সক্রিয় রয়েছে; এবং কৃষি বান্ধব সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর দিক নির্দেশনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের যুদ্ধে সবাই জয়ী হব ইন শা আল্লাহ।।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments