সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

জয়নাল আবেদীন: রংপুরে দুই চিকিৎসক করোনা সংক্রমিত শনাক্ত হওয়ায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহের শনি ও রোববার এক পুরুষ ও এক নারী চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণের পজেটিভ নমুনা পাওয়া যায়। তারা দুজনই ওই হাসপাতালের চিকিৎসক। এদিকে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি লকডাউন করেছে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিরম্ব কুমার রায়। রোববার রাত থেকে লকডাউন কার্যকর করা হয়। তিনি জানান, শনিবার হাসপাতালটির এক চিকিৎসকের প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পরদিন রোববার সেখানকার এক নারী চিকিৎসকও করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন অবস্থায় হাসপাতালে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ থাকবে। বর্তমানে ওই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান জেলা সিভিল সার্জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments