মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে নমুনা সংগ্রহের পর বাড়িতে উঠতে না দেয়া করোনার উপসর্গের ঢাকার সবজি ব্যবসায়ীকে প্রাথমিক আইসোলেশনে পাঠিয়েছে পুলিশ। অসুস্থ্য ছামু মোল্লা (৪৭) গ্রামের মৃত হাজী এবাদ আলী মোল্লার ছেলে। তিনি ৫ ঘন্টা এনায়েতপুর ঘাট পাড়ে অসুস্থ্য শরীর নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও তার স্বজনেরা জানান, ঢাকার গেন্ডারিয়ার সবজি ব্যবসায়ী ছামু গত কয়েক দিন ধরে জ্বর ও সর্দি-কাশি জনিত কারনে অসুস্থ্য ছিলেন। এ নিয়েই তিনি গত সোমবার রাতে বাড়ি ফেরেন। বিষয়টি এলাকাবাসী জেনে স্থানীয় প্রশাসনকে অবহিত করলে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করে। বেলা ১২টার দিকে তিনি এনায়েতপুরে আসলে স্থানীয়রা আর তাকে বাড়িতে উঠতে দেয়নি। উপায় না বুঝে তার স্ত্রী ও ২ স্বজন মিলে এনায়েতপুর যমুনার পাড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভীড় করে। পরে ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ ও থানা পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করে এনায়েতপুর ইসলামীয়া ফাজিল সিনিয়র স্নাতক মাদ্রাসার কক্ষে প্রাথমিক আইসোলেশনে পাঠানো হয়। সেখানে চিকিৎসকের তত্বাবধানে তাকে রাখা হয়েছে। এদিকে তার দেহের নমুনার ফলাফল আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।