জয়নাল আবেদীন: ত্রাণের দাবিতে উপজেলা পরিষদে মানববন্ধন ও বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলায় ফিরোজ আমিন নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ আমিন পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। সোমবার পীরগাছা থানায় বিশেষ নিরাপত্তা আইনে মামলা দায়ের হলে সন্ধ্যায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সোমবার সকালে ওই ওয়ার্ডের কিছু নারী-পুরুষ ত্রাণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় ইউপি সদস্য ফিরোজ আমিন মোবাইল ফোনে ও ঘটনাস্থলে উপস্থিত থেকে ইন্ধন দেন বলে পুলিশ দাবি করেন।এ ঘটনায় পীরগাছা থানার এসআই জিয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতাও নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।