বাংলাদেশ প্রতিবেদক: নেত্রকোনায় দুই চিকিৎসকসহ আরও চার জন মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করে চার জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এ নিয়ে নেত্রকোনায় মোট ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।
আক্রান্ত চার জন হলেন—পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন; দুজনই চিকিৎসক, বয়স যথাক্রমে ২৫ ও ৩০ বছর। অপরদিকে মোহনগঞ্জ উপজেলার সমাজ গ্রামের ২৮ বছর বয়সী একজন নারী এবং অন্যজন ২০ বছর বয়সী এক যুবক; তারা গত ১২ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় এই চার জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।