সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার শাহীকোলা গ্রামের ২৮ বিধবা নারীসহ কর্মহীন ২শ ৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রামটির ক’জন চাকুরিজীবী ও ব্যবসায়ী মিলে “হৃদয়ে শাহীকোলা” নামের সংগঠনের ব্যানারে দুপুরে প্রতিজনের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এর মধ্যে গ্রামটির ২৫ জন বিধবা মহিলাকে পূরো রমজানের এক মাসের খাবার দেওয়া হয়। পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম বদরুল হোসেন পান্নার পরিবারের সদস্যগণসহ শামীম হোসেন, কাওছার হোসেন, ডাবলু মিয়া ও মুক্তা হোসেন বিধবাদের মাঝে বিতরনের খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন। প্রতিজন বিধবাকে চাউল ১০ কেজি, চিনি ১ কেজি, ডাউল ১ কেজি, সয়াবিন ১ লিটার, বুট ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর ১ কেজি, লবন ১ কেজি, পিয়াজ ১ কেজি ও জীবানুনাশক ১টি সাবান দেওয়া হয়। এছাড়া অন্য ২শ ৫০ জনের প্রতিজনকে ৫ কেজি করে চাউল দেওয়া হয়। এর আগে দু’দফায় গ্রামের কর্মহীন ১শ ৩০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।