জয়নাল অবেদীন: রংপুর র্যাব-১৩‘র সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল ২২ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ সাথমাথা মোড়স্থ সাইদ বেকারীর সামনে রংপুর – লালমনিরহাট মহা সড়কে অভিযান পরিচালনা করে । এসময় ২৫ কেজি গাঁজা, ০১ টি বাঁশ বোঝাই কার্গো ট্রাক, ০৩টি মোবাইল ফোন, ০৫টি সীমকার্ড, ০২ টি মেমোরীকার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ এক হাজার দু‘শ টাকা সহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রানা বাবু কে গ্রেফতার করে। র্যাব জানায় গ্রেফতারকৃত ২ জনই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য এবং এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী । তদন্তে ও জিজ্ঞাসাবাদে তারা অঅরো জানায় যে, তারা দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে বিভিন্ন পণ্য বোঝাইকৃত ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলা ও উপজেলায় পাইকারী সাপ্লাই দিতেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।