শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ৫ করোনা রোগী শনাক্ত

বাউফলে ৫ করোনা রোগী শনাক্ত

অতুল পাল: বাউফলে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ওই আক্রান্ত ৫ জনসহ মোট ৬ জন এ্যাম্বুলেন্সে করে গোপণে কালাইয়া গ্রামের বাড়িতে আসেন। কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, নারায়ণগঞ্জ থেকে আসার পরই তাদেরকে কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টামে রাখা হয়েছিল। এরপর তাদের নমূণা সংগ্রহ করার জন্য বাউফল হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এসএম সায়েম জানান, ২২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা ওই ৬ জনের নমূণা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ ২৪ এপ্রিল রিপোর্ট এসেছে। নমূণা পাঠানো ৬ জনের মধ্যে ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের একজনের বয়স ১৪ বছর, একজনের বয়স ২২ বছর, একজনের বয়স ৪৫ বছর, একজনের বয়স ৫০ বছর এবং অপর একজনের বয়স ৮০ বছর। আক্রান্তদের মধ্যে ৪ জন নারী এবং একজন পুরুষ। তবে তারা প্রত্যকেই শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন। বিষয়টি নিয়ে পটুয়াখালী সিভিল সার্জনের সাথে কথা বলা হয়েছে। যেহেতু আক্রান্তরা শারীরিকভাবে সুস্থ্য আছেন, তাই তাদেরকে ওই কলেজেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। একটি সূত্র জানায়, কোয়ারেন্টামে থাকাকালীন মনির নামের তাদের এক নিকটাত্মীয় তাদেরকে দেখভাল করতো। ওই মনির আজ শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিল। এরফলে তার সংমিশ্রণে আসা ব্যাক্তিবর্গ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। দ্রুত তাদেরকে চিহ্নিত করে স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য করা উচিৎ। তা না করা হলে কালাইয়া থেকে সারা বাউফলে এই জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments