শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৩ হাজার ৪শ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

রংপুরে ৩ হাজার ৪শ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে সরকারিভাবে প্রাপ্ত ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে শুক্রবারও নগরির বিভিন্ন স্থানে ৩ হাজার ৪শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় । রংপুর নগরীর ২৭ নং ওয়ার্ডের আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮শ দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। দুপুর ১২টা থেকে বড়বাড়ি এবং গনেশপুর এলাকায় গ্যাস ওয়েল্ডিং শ্রমিকদের ৩শ সদস্য কে সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়েছে। রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভাগীয় ইমারত নির্মাণ শ্রমিকদের ২শ জনকে ত্রাণ প্রদান করা হয়। নগরীর পেশাদার ফটোগ্রাফার ও ভিডিও রেকর্ডিং ম্যান এর ৬৭ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিকেলে নগরীর ৩নং ওয়ার্ড এ ১০জন বয়স্ক মুক্তিযোদ্ধা এবং গুপ্তপাড়ায় ৮জন দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের হটলাইনে ও ৩৩৩ নম্বরের মাধ্যমে প্রাপ্ত আবেদন মোতাবেক ২৫ জনের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এদিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে ৫শজন ভ্যানচালক ও রিক্সাচালককে ত্রাণ বিতরণ করা হয়। পীরগাছা উপজেলার ৫টি ইউনিয়নে ১হাজার৭শ৫৫ জনের মধ্যে ত্রান বিতরণ করা হয় ।গংগাচড়া উপজেলার বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে চলার জন্য প্রচার অভিযান চালানো হয়। এ সময় বার বার সতর্ক করা সত্ত্বেও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।জনসচেতনতার জন্য মাইকিং করা হয়। এছাড়া, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা মেনে চলা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করণে মানুষকে উৎসাহিত করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবি‘রর খাদ্য দ্রব্য বিক্রয় তদারকি সহ সকাল ৯ টা থেকে মহানগরীর সিটি বাজার, পায়রা চত্ত্বর, সুপার মার্কেট এলাকা এবং জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড়, মর্ডান মোড় এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানুষকে মাস্ক ব্যাবহার,ঘরে অবস্থান এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করণে উদ্বুদ্ধ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments