বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে করোনায় প্রথম মৃত্যু

বাউফলে করোনায় প্রথম মৃত্যু

অতুল পাল: বাউফলে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যাক্তির নাম হালিম বক্স (৫০)। তার বাড়ি উপজেলার কালিশুরী বাজারে। তার পিতার নাম মৃত্যু. হাসান এলাহি বক্স। আজ বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, উপজেলার কালিশুরী এস.এ. ইনিষ্টিটিউশন সংলগ্ন বাউফল- কালিশুরী মূল সড়কের পাশে হালিম বক্সের চায়ের দোকান ছিল। ১৪ এপ্রিল সে জ্বর ও সর্দি-কাশিতে অসুস্থ্যবোধ করলে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসায় সুস্থ্যবোধ না করায় সে কালিশুরী বাজারের আরো দুটি ক্লিনিকে চিকিৎসা নেন। এরপরেও তার শারীরিক অবস্থার অবনতি হলে ২২ এপ্রিল তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় এবং তার নমূণা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ২৪ এপ্রিল নমূণা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর থেকে সে বরিশালে করোনা ইউনিটে চিকিৎসারত ছিল। করোনা ধরা পড়ার ছয় দিন পর আজ বৃহষ্পতিবার দুপুর সোয়া ১২ টায় সে মারা যায়। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, করোনা ধরা পড়ার পরই মৃত্যু ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে স্ত্রী, এক কণ্যা এবং তিন ছেলে অবস্থান করছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের খাদ্য সরবরাহ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত করোনা প্রটোকল অনুযায়ি মৃত্যু ব্যাক্তির লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments