মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে দুই ব্যবসায়ীকে বাজার থেকে বিতারিত, পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন

রায়পুরে দুই ব্যবসায়ীকে বাজার থেকে বিতারিত, পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে রায়পুরে বাজার থেকে দুই মাংস ব্যবসায়ীকে বিতারিত করার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী ইজারাদার আ.লীগ নেতার বিরুদ্ধে। একই সাথে ভবিষ্যতেও যেন দোকান না বসানো হয় সেখানেও হুমকি দেয়া হয়। এতে করে করোনার মধ্যে দুই ব্যবসায়ী গত ২৫ দিন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ক্ষতিগ্রস্ত আবুল কালাম হায়দারগঞ্জ এলাকার জিন্না আলীর বেপারী ছেলে ও খোকন পোলায়ান ৫নং ওয়ার্ড় আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ এর ছেলে। বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) এ ঘটনার বিচার চেয়ে চরআবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজারের মাংস ব্যাবসায়ী আবুল কালাম ও খোকন পলোয়ান ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল কালাম ও খোকন পলোয়ান জানান, দীর্ঘ বছর ধরে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর- থেকে লিখিত সনদপত্র নিয়ে মেঘনা উপকুলীয় অঞ্চল হায়দরগন্ধসঢ়;জ বাজারে মাংসের ব্যবসা করে আসছিলেন। চলতি বৈশাখ মাসের সপ্তাহের প্রথম দিন তাদেরকে বাজার থেকে উচ্ছেদ করে দেয় ইজারাদার ও স্থানীয় আ.লীগ নেতা সাইজুদ্দীন মোল্লার লোকজন। ভবিষতেও যেন এ বাজারে দোকান না বসাই হুমকিও দেয়। তাছাড়া দীর্ঘদিন ধরে চরআবাবিল ইউপিতে দ্#ু৩৯;পক্ষ আ.লীগ নেতা সাইজুদ্দিন মোল্লা ও দুলাল হাওলাদার লোকদের সাথে বর্তমান ইউপি চেয়ারম্যান আ্#৩৯;লীগ নেতা মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ বিএসসি ও তার ছেলে জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মন্ধসঢ়;জুর হোসেন সুমনের লোকদের বিরোধ চলছে। আমরা ইউপি চেয়ারম্যানের পক্ষে কাজ করায় আমাদের প্রতি ইজারাদার এ অন্যায় কাজ করছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইজারাদারের কাছে কয়েকবার ও ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিদের অনুরোধ করেও লাভ হয়নি। এই করোনার মধ্যে কারো কাছে কিছুই চাইতে না পেরে গত ২৫ দিন ধরে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এবিষয়ে বাজার ইজারাদার আ্#৩৯;লীগ নেতা সাইজুদ্দীন মোল্লা মুঠোফোনে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। দুলাল হাওলাদারের সাথে কথা বলেন বলে ফোন কেটে দেন। তবে দুলাল হাওলাদার বলেন, সাইজুদ্দীন মোল্লার নামে ২৫ লাখ টাকার বাজার ৫৭ লাখ টাকায় বাজারের ডাক হয়েছে। তিনিই ইজারাদার হিসেবে যাকে ইচ্ছা তাকে বাজারে বসাতে পারেন। তিনিসহ আমরা ৪ জন শেয়ারে রয়েছি। ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ বিএসসি মুঠোফোনে জানান, আমি বিষয়টি শুনেছি। তাছাড়া এ বাজার নিয়ে হাইকোর্টে মামলা চলমান। কোন ইজারাদার কোন ব্যবসায়ীকে উচ্ছেদ করা বা হুমকিও দিতে পারে না। সবাই ব্যবসা করতে পারবে। এ বিষয়ে রায়পুরের ইউএনও সাবরীন চৌধুরী জানান, হায়দারগঞ্জ বাজারের দুই মাংস ব্যবসায়ী তাদেরকে ইজারাদার কর্তৃক উচ্ছেদের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তা খোঁজ নিয়ে ব্যবস্থা করে দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments