শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপাঁচ কর্মকর্তা আক্রান্তের পরও ফেরিঘাটে ছিটানো হয়নি জীবাণুনাশক

পাঁচ কর্মকর্তা আক্রান্তের পরও ফেরিঘাটে ছিটানো হয়নি জীবাণুনাশক

বাংলাদেশ প্রতিবেদক: জরুরি পণ্য ও সেবা চালু রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সীমিত আকারে ফেরি চলাচল অব্যহত রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঢাকায় সীমিত আকারে পোশাক কারখানা খোলার পর ফেরিতে গাদাগাদি করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট পার হয় এসব পোশাক শ্রমিকেরা। তাদের পার করতে গিয়ে গত ২৬ এপ্রিল (রবিবার) বিআইডব্লিউটিসি’র দুই কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এরপর দ্বিতীয় দফায় ২৯শে এপ্রিল (বৃহস্পতিবার) আরও তিন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হলে আক্রান্তের সংখ্য দাঁড়ায় ৫ জনে। পাঁচ কর্মকর্তা আক্রান্তের পরেও ঘাট এলাকায় ছিটানো হয়নি কোন জীবানুনাশক।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি আজ গণমাধ্যমকে বলেন, জরুরি পণ্য ও সেবা চালু রাখতে গিয়ে ঘাট এলাকার কর্মরত বিআইডব্লিউটিসি’র পাঁচজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিনজন রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে, বাকি দুইজন রাজবাড়ীর বাইরে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তবে জরুরী পণ্য ও সেবা চালু রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মাত্র ৫টি ফেরি চালু রাখা হয়েছে। রোস্টার পদ্ধতিতে কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments