শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ১০টাকা কেজি মূল্যের চাল আত্মসাত: ডিলারশীপ বাতিল ও মেম্বারের সম্মানী ভাতা...

সাঁথিয়ায় ১০টাকা কেজি মূল্যের চাল আত্মসাত: ডিলারশীপ বাতিল ও মেম্বারের সম্মানী ভাতা স্থগিত

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় তালিকায় নাম থাকা সত্বেও হত-দারিদ্রদের সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির ১০টাকা কেজি মুল্যের চাউল না দিয়ে আত্মসাত করায় ডিলারের ডিলারশীপ বাতিল ও সংশিষ্ট ওয়ার্ডের মেম্বরের সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে। অভিযোগে প্রকাশ ওই ডিলার বিগত ৪বছর ১৩ জন দরিদ্রের প্রায় ৩০০ বস্তা চাউল আত্মসাত করেছেন। ভুক্তভোগীরা পাবনা জেলা প্রশাসক,র‌্যাব ও উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেন। জানাযায়, উপজেলা কাশিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিলার কল্যানপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে আঃ রবের বিরুদ্ধে হত- দারিদ্রদেরকে(১০ টাকা কেজি মূল্যে প্রতিমাসে ৩০কেজি) চাউল না দেবার অভিযোগ উঠে । অভিযোগে জানাযায়, কল্যাণপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল আজিজ (সিরিয়াল নং১৭১৬) ও একই গ্রামের আজিজের স্ত্রী ফাতেমা খাতুন(সিরিয়াল নং১৭১৯), আঃ ফকিরের ছেলে রশিদ(সিরিয়াল নং১৬৬০), মহাম্মদ আলীর ছেলে আমিরুল (সিরিয়াল নং১৬৬১),সামাদের ছেলে আমিনুল(সিরিয়াল নং১৬৯২), বাহেজ আলীর ছেলে লাল মিয়া(সিরিয়াল নং১৭২২), তয়জলের ছেলে বজলুর রশিদ(সিরিয়াল নং১৭৪৩), আজাহারের ছেলে কোরক, বছির মোল্লার ছেলে মানিক মোল্লা, আলমগীরের ছেলে মনিরুজ্জামান, শহিদুলের স্ত্রী ইনসান, গনি প্রামানিকের স্ত্রী মরিয়ম ও জব্বারের স্ত্রী শিমুতের নামের চাউল উত্তোলন করে কালো বাজারে বিক্রয় করত ডিলার রব। অভিযোগকারীরা চাউল আনতে গেলে নকল তালিকা বের করে ভুয়া সিরিয়াল দেখিয়ে তাদের তাড়িয়ে দিত ডিলার। এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্র্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে ও ৯নং ওয়ার্ডের মেম্বর এনামুল হক সাগরের সম্মানীভাতা স্থগিত রাখা হয়েছে । উক্তস্থানে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments