শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামির্জাগঞ্জে সামাজিক দূরত্ব না মেনেই চলছে ঈদের কেনাকাটা

মির্জাগঞ্জে সামাজিক দূরত্ব না মেনেই চলছে ঈদের কেনাকাটা

আবদুর রহিম সজল: করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে আজ ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকানপাঠ খোলা যাবে সরকারিভাবে এমন ঘোষনার পর থেকেই মির্জাগঞ্জ হাটবাজারে জন সমাগম বৃদ্ধি পেয়েছে। উপজেলার বেশিরভাগ গার্মেন্টস ও বস্ত্রালয় সহ অন্যান্য দোকান গুলোতেও ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বলতে কিছু নেই।

রবিবার (১০মে) সকাল ১০টায় উপজেলার বৃহত্তর সুবিদখালী বাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন গার্মেন্টেসের দোকান ও কাপড়ের
বড় বড় দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে কেনাকাটা করছে ক্রেতারা। বাজারের প্রায় সব দোকানেই ঠিক একই রকমের চিত্র দেখা গেছে। সরকারি নির্দেশনা মতে ১০ মে থেকে স্বল্প পরিসরে সকল দোকান খোলা যাবে। কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের
আগেই উপজেলার সুবিদখালী বাজার এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানপাট খুলতে দেখা গেছে। মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে বাজারের অনেক দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাকাটা।
পুলিশের গাড়ি বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে শোনা মাত্র দোকানের গেট বন্ধ করা
হয়। কিছু সময় পরে পুলিশের গাড়ি চলে যাওয়া বা মোবাইল কোর্ট স্থান ত্যাগ করা মাত্র আবার দোকান খোলা হয়। দোকানীরা কিছুতেই করোনা বিষয়ে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধিকে
গুরুত্ব দিচ্ছে না। ফলে বাজারগুলো করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি
পাচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সরোয়ার হোসেন জানান, মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যেন বেচাকেনা করা হয় সেজন্য প্রতিদিন
বাজারগুলোতে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচারণা চালানো
হচ্ছে। কখনও মোবাইল কোর্ট স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও করছে।

উলেখ্য, গত ৫ মে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের একজন স্কুল শিক্ষিকা প্রথম কোন রোগী শনাক্ত হয়। এরপর ওই রোগীর বাড়ির ১০টি ঘর লকডাউন করে
উপজেলা প্রশাসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments