শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামাদরীপুর কারাগার থেকে মুক্তি পেল সাজাপ্রাপ্ত ২৭ বন্দি

মাদরীপুর কারাগার থেকে মুক্তি পেল সাজাপ্রাপ্ত ২৭ বন্দি

আরিফুর রহমান: মাদারীপুর জেলা কারাগার থেকে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ৮ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার মুক্তি দেয়া হয়েছিল ১৫ জন ও গত মঙ্গলবার মুক্তি দেয়া হয়েছিল ৪ জনকে। এ নিয়ে জেলা কারাগার থেকে মোট ২৭ জন বন্দিকে মুক্তি দেয়া হলো। মুক্তিপ্রাপ্তদের ১২ জন সাজার জরিমানা টাকা ও বাড়ি যাওয়ার ভাড়ার টাকা দেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিম।
মাদরীপুর জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, সরকারিভাবে কারা অধিদপ্তর থেকে মোট ২৭ জনের মুক্তির আদেশ আসলে আমরা তাদেরকে তিন ধাপে কারগার থেকে মুক্ত করে দেই। মাদকসহ অন্যান্য মামলায় সাজা প্রাপ্ত হয়ে তাদের সাজার অধিক সময় খেটে ফেলেছেন। কারা অধিদপ্তরের আদেশে পর্যায়ক্রমে আরো বন্দিদের মুক্তি দেয়া হবে।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিমের ম্যানেজার এ্যাড. মুনির হাসান মিঠু বলেন, সরকারের উদ্যোগে পরিচালিত জিআইজেড এর কারিগরি সহযোগিতায় প্যারালিগ্যাল প্রকল্পের মাধ্যমে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিম সাজাপ্রাপ্ত ১২ জন বন্দির অনাদায়ে জরিমানার টাকা ও যাতায়াত ভাড়ার টাকা প্রদান করেন। বন্দিদের জন্য আমাদের এ সহযোগিতা আগামীদিনগুলোতে অব্যহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments