মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় করোনা সন্দেহে মৃত ব্যক্তির নমূনা সংগ্রহ

উল্লাপাড়ায় করোনা সন্দেহে মৃত ব্যক্তির নমূনা সংগ্রহ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা সন্দেহে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে মৃত ওমর আলী (৫৫) এর নমূনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র তাদের নমূনা সংগ্রহের তথ্যটি নিশ্চিত করেছে। তার মৃত্যুর প্রায় বিশ ঘন্টা পর নমূনা সংগ্রহ করা হয়। উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুঁয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে ওমর আলী পেশায় একজন সিএনজি চালক। গতকাল সোমবার রাত আটটার দিকে নিজ বাড়িতে সে মারা যায় বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল মৃত ওমর আলীর করোনা নমূনা সংগ্রহ করে এবং তা পরীক্ষায় পাঠানোর ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দলটিতে আরো ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জিল্লুর রহমান, আবু তাহের ফারুকী, প্রদীপ কুমার, আল মামুন, মাসুদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরের পর পরই মৃত ওমর আলীকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments