আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরো ১১ জন করোনায় শনাক্ত হয়েছে। জেলায় মধুপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, নাগরপুরে ১ জন, দেলদুয়ারে ২ জন, কালিহাতীতে ২ জন ও টাঙ্গাইল সদরে ২ জন আক্রান্ত।
আজ (২৯ মে) শুক্রবার সকাল টাঙ্গাইলের সিভিল সার্জেন ডাঃ ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন। তিনি আরো জানান,
এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৪৬ জন। আক্রান্তদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৩৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আর মৃত্যুবরণ করেছেন ৪ জন।