শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদী হাসপাতালের ডাক্তারসহ আরো ৬ জন করোনা আক্রান্ত

ঈশ্বরদী হাসপাতালের ডাক্তারসহ আরো ৬ জন করোনা আক্রান্ত

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা সহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৩।
নতুন আক্রান্তরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা, পাবনার হেমাইতপুর এলাকার চরঘোষপুর গ্রামের আবু সাঈদ, সুনামগঞ্জের দুয়ারবাজার এলাকার মাসুম মিয়া, কিশোরগঞ্জের মুসিয়া বটতলার শামিউল হক, ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের ইয়ার আলীর পুত্র শফিকুল ইসলাম এবং শহরের এটিআই এলাকার শাহিনুর রহমান বাঁধনের ভাই সোহাগ গাজী। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে ঈশ্বরদীর ৪ জনের করোনা শনাক্ত হয়। তবে ঢাকা ল্যবে আরো ২ জন সনাক্ত হয়েছে ।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আসমা খান বিষয়টি নিশ্চিত করে জানান, শামিউল হক, আবু সাঈদ ও মাসুম মিঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সাব-ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন। ঈদের ছুটির পর কাজে যোগ দিতে এলে তাদের করোনা পরীক্ষা করে রিপোর্ট আনতে বলা হয়। এজন্য তারা নমুনা দিয়েছিলেন। ঢাকা ল্যবে আরো ২ জনের করোনা সনাক্ত হয়েছে বলে শুনেছি । তবে তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
এই নিয়ে ঈশ্বরদীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments