শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে বাল্য বিয়ের দায়ে বর-কনে পক্ষকে জরিমানা

ভূঞাপুরে বাল্য বিয়ের দায়ে বর-কনে পক্ষকে জরিমানা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিয়ের দায়ে বর-কনে পক্ষের উভয় অভিভাবকে গুনতে হলো জরিমানা। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে নবম শ্রেণিতে পড়ুয়া মো. আঃ আজিজের মেয়ে কুলসুম এর সাথে গোপালপুর উপজেলার উড়িয়া বাড়ি গ্রামের জোয়াহের ব্যাপারির ছেলে রুবেলের সাথে গোপনে বিয়ে হচ্ছিল। এমন গোপন সংবাদ পেয়ে ভূঞাপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বিয়ের আসরে গিয়ে উপস্থিত হয়ে উভয় পক্ষকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন এবং উপযুক্ত বয়সে বিয়ে দেয়ার শর্তে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেন। এসময় বিয়ে আসর থেকে কাজী পালিয়ে যান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন জানান, এ করোনার মধ্যেও ভূঞাপুরে আরেকটি বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি। বাল্য বিয়ে বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments